পিসির HD ফরম্যাটের ভিডিও টিউটোরিয়াল তৈরি, স্কিন শর্ট নেওয়া, বিভিন্ন ওয়েব পেজের স্কিন শর্ট নেওয়ার জন্য আমার দেখা সেরা সফটয়্যার এটি। এই সফটয়্যার এর মাধ্যমে যে কোন ইমেজকে PDF ভার্সনে কনভার্ট করা যায়, এটি 3.9 mb মাত্র। আপনাদের জন্য আমি এটার Preactive ভাশনর্টি শেয়ার করছি, কোন প্রকার কী প্যাচ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করে অন্য সকল সফটয়্যার এর মতই ইন্সটল করুন।
এর পর কম্পিউটারের সিস্টেম ট্রের সেটিংস অপশনের Toolbar থেকে Run & minimize অপশনটি চেক করে দিন অর্থাৎ এই অপশনে টিক দেওয়া থাকলে কম্পিউটার ওপেন হওয়ার সময় সফটওয়্যারটি নিজে নিজেই ওপেন হবে। এখন নিচের মার্ক করা অপশন থেকে গুরুত্বপূর্ন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি।
Open File In Editor = ছবি এডিট করার জন্য প্রথমেই এই অপশনের মাধ্যমে ছবিটি ওপেন করে এর পর যাবতিয় কাজ সমুহ সম্পাদন করতে হবে।
Capture Active Window = পিসির চলমান বা স্থির কোন দৃশ্যের স্কিন শর্ট
নেওয়ার পর সেটি সেভ করার আগেই এডিট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।
Screen Recorder = এই অপশনটি স্কিন রেকর্ড তথা HD ফরম্যটের ভিডিও টিউটোরিয়াল তৈরির জন্য ব্যবহার করা হয়।
সিস্টেম ট্রে থেকে Setting অপশনের Hotkeys থেকে নিজের পছন্দ অনুযায়ি বিভিন্ন শটকার্ট তৈরি করে নিতে পারেন, অথবা পূর্ব থেকে দেওয়া শর্টকাট কী ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারেন।

