নিজের কষ্ট করে লেখা পোস্ট যদি আপনার অনুমতি ছাড়া কোন ওয়েবসাইটে কেউ কপি পোস্ট করে তাহলে খুব খারাপ লাগে। তবে আপনি চাইলে খুব সহজেই আপনার ব্লগের পোস্ট গুলি কপি প্রটেক্ট করতে পারেন। ব্লগার ব্লগের কপি পোস্ট বন্ধ করার জন্য একাধিক কোড ব্যবহার করা হয়। তবে এ কাজটি দুটি উপায়ে করা যায়
১ = javascript কোড ব্যবহার করে।
২ = Edit HTML এর মাধ্যমে।
আমরা avascript কোড ব্যবহার করে এই কাজটি করবো, আশাকরি আমার দেখানো নিয়ম মত কাজ করলে আপনি শতভাগ সফলতা অর্জন করবেন, তাহলে শুরু করা যাক।
প্রথমত ব্লগারে লগিন করে Dashboard থেকে Layout অপশনে যান, মত করে।
এর পর ডানে  Sidebar right-1 এর নিচে দেখুন Add a Gadget অপশন রয়েছে সেখানে ক্লিক করুন, নিচের মত করে।
এর পর Gadget লিস্ট থেকে HTML/JavaScript এর ডানে + বাটনে ক্লিক করার পর নতুন করে Configure HTML/JavaScript  পেজ ওপেন হবে সেখান থেকে Title এর নিচের বক্সে আপনি যে কোন একটি টাইটেল দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এর পর Content এর নিচের বক্সে HTML কোড কপি পেস্ট করে Save বাটনে ক্লিক করুন, নিচের মত।
এর পর Layout থেকে Save arrangment এ ক্লিক করে বামে View blog এ ক্লি করে দেখুন এখন আর মাউস দ্বারা আপনার ব্লগের কোন লেখা আপনি নিজেই কপি করতে পারছেন না।
কোডগুলো এখান থেকে ডাউনলোড করে উপরোক্ত নিয়মে কপি পোস্ট করুন।
