Navi

কম্পিউটারের ডেট ও টাইম অটো চেঞ্জ হয়ে যায়, এই নিন সমাধান।

আসালামু আলাইকুম, হ্যালো ভিজিটর আশাকরি ভালো আছেন। আমরা যারা Windows এর বিভিন্ন ভার্সন ব্যবহার করি তাদের অনেকের কম্পিউটারে দেখা যায় অটোমেটিক ডেট ও টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, বার বার ডেট ও টাইম ঠিক করার পরে কম্পিউটার অন ও অফ করছি তখন পুনরায় ডেট ও টাইম আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি কেন হচ্ছে.....? এই সমস্যাটির মুল কারণ হলো মাদার বোর্ড এর সিমস্ ব্যাটারি নষ্ট হওয়ার কারণে।

 CMS batary problem solv
CMS batary problem solv



মাদার বোর্ড এর  CMS ব্যাটারি দির্ঘ দিন ব্যবহার করার পরে একটি সময় এটি চার্য শুণ্য হয়ে যায়। আর তখনই বার বার ডেট ও টাইম চেঞ্জ হওয়ার সমস্যাটি দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে CMS ব্যাটারি পাল্টে নতুন একটি ব্যাটারি সংযোজন করলেই এই সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। যেসব কম্পিউটার ইউজার ডেস্কটপ পিসি ব্যবহার করেন তারা নিজেরা ইচ্ছে করলে মাদার বোর্ড এর কেসিং খুলে এই ব্যাটারিটি পরিবর্তন করতে পারেন। কিন্তু যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ব্যাটারি পরিবর্তন করা একটা ঝামেলার ব্যপার। 

তবে যেসব ল্যাপটপ ও ডেস্কটপ ইউজার এই ব্যাটারি পরিবর্ত না করেই এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাদের জন্যও আছে সমাধান, এর জন্য  নিচের নিয়ম গুলো ফলো করুন।

১ = My Computer থেকে Properties এ যান।


২ = Advance system setting এ যান।


৩ = Start and recovery থেকে Settings এ ডুকুন, তার পরে Automatically Restart বাটন আনচেক করে Ok করে দিন। এর পরে রিস্টার্ট দিয়ে দেখুন ডেট ও টাইম আর চেঞ্জ হবে না।


তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাকে সিমস্ ব্যাটারি পরিবর্তন করতে হবে।

এখানে আরেকটি কথা বলে রাখি, যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা এই সেটিং করার পরে 
কোন কারণে  ল্যাপটপের ব্যাটারি  খুলেন তাহলে ডেট ও টাইম পুনরায় চেঞ্জ হয়ে যাবে। তাই ব্যাটরি লাগিয়ে পুনরায় ডেট ও টাইম ঠিক করে নিতে হবে।

বিদ্র : -  এই টিপস্ Windows XP , Windows 7. Windows 8.1 এবং Windows 10 এ কাজ করবে। এই পোস্টটি থেকে আপনি উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।