![]() |
| চিত্র: বামে গর্ভবতী মাদী খরগোশ। |
অনেকের মতে গর্ভাবস্থায় খরগোশের পিছনের দুই পায়ের মধ্যবর্তী স্থানে হাত দিলে যদি গোল পিন্ড অনুভুত হয়, তাহলে বুঝতে হবে খরগোশটি গর্ভবতী। তবে উপরোক্ত মতের সাথে আমার দ্বিমত রয়েছে, কারণ খরগোশ মেটিং এর ২০-২৫ দিন পরেও অনেকবার হাত দিয়ে বিষয়টির সত্যতা অনুধাবন করার চেষ্টা করেছি, প্রত্যেক বারই বিফল হয়েছি। তবে বোঝার উপায় কি...?
আমার দৃস্টিতে বোঝার ৪ টি উপায় আছে, আর তা হচ্ছে-
১ = খরগোশ মেটিং এর পর দিন গননা করে।
২ = মেটিং এর ২০-২৫ দিন পরে মাদী খরগোশের পেট ভারি থাকে, তখন খরগোশের শারীরিক অবস্থা দেখে ।
৩ = ওজন র্নিনয়ের মাধ্যমে অর্থাৎ স্বাভাবিক অবস্থার থেকে প্রেগনেন্ট অবস্থায় ওজন অনেক বেশি থাকবে।
৪ = মাদী খরগোশ গর্ভবতী হলে মদ্দা খরগোশ ওর শরীরের গন্ধ শুকে বুঝতে পারে, তাই এই সময়ে সে মেটিং এর ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে।
| চিত্র: একটি প্রেগনেন্ট মাদী খরগোশ। |
