আমার দেওয়া বাটনটি দেখুন নিচের চিত্রে, এটি আপনার পছন্দ হলে যে ভাবে আপনার সাইটে এ্যাড করবেন।
প্রথমত ব্লগারে লগিন করে ১ নম্বর অপশনে ক্লিক করে Layout এ যান, নিচের মত
এর পর Layout থেকে ডানে Sideber - right - 1 অপশনের নিচে Add a Gadget অপশনে ক্লিক করুন, নিচের মত
এর পর নিচের মত চার কোনা একটি ঘর অথাৎ Gadget ওপেন হবে সেখান থেকে HTML / Java Script অপশনে ক্লিক করে ডানে ৩ নম্বর অপশনে HTML/JavaScript ক্লিক করুন।
এর পর নিচের মত Gadget কেড বসানোর ঘর আসবে। সেখান থেকে শুধু মাত্র Content অপশনে নিচে কোডগুলো বসান
<!--BACK TO TOP STARTS-->
<a rel="nofollow" style="display:scroll;position:fixed;bottom:10px;right:5px;" href="#" title="Back to Top"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRRWPlaBV5ukVkvFoZRueXKATzoqvzsWxrMnFoV_14aqLRw1CGOdt9DTdJiiDwpjNNXTnswo27vMjLW8lTqU_BBQqFOPduv4wVndimDSIAd9ktci00tIf2L14YMphxeoltVjrtofAS0Tk/s1600/Back-To-Top.png "/></a><!--alltechpeople.com--><!--BACK TO ENDS-->
এর পর সেভ বাটনে ক্লিক করে ব্লগের হোম পেজের নিচে ডানে দেখুন একটি তির চিহ্নিত বাটন যুক্ত হয়েছে।
