Navi

ব্লগে যোগ করুন Back to top বাটন।


উপরের ছবিতে দেখুন ব্লগের প্রথম থেকে নিচে স্ক্রল করে একদম নিচে যাবার পর ডানে একটি সুবজ তির চিহ্নে ক্লিক করার সাথে সাথে ব্লগের পোস্ট গুলো নিজে নিজে একদম উপরে উঠে যাচ্ছে, এটাকেই  Back to top বলে অর্থাৎ পুনরায় উপরে উঠে যাওয়া। এই বাটনটি ব্লগারে যুক্ত করতে পারেন, আমার দেওয়া বাটনটি আপনার পছন্দ না হলে গুগলে সার্চ করে আপনার পছন্দমত বাটন যুক্ত করতে পারেন। আমার দেওয়া বাটনটি যুক্ত করতে নিচের কাজগুলো করুন।



আমার দেওয়া বাটনটি দেখুন নিচের চিত্রে, এটি আপনার পছন্দ হলে যে ভাবে আপনার সাইটে এ্যাড করবেন।


প্রথমত ব্লগারে লগিন করে ১ নম্বর অপশনে ক্লিক করে Layout এ যান, নিচের মত

এর পর  Layout থেকে ডানে Sideber - right - 1 অপশনের নিচে Add a Gadget অপশনে ক্লিক করুন, নিচের মত


এর পর নিচের মত চার কোনা একটি ঘর অথাৎ Gadget ওপেন হবে সেখান থেকে HTML / Java Script অপশনে ক্লিক করে ডানে ৩ নম্বর অপশনে HTML/JavaScript ক্লিক করুন।


এর পর নিচের মত Gadget কেড বসানোর ঘর আসবে। সেখান থেকে শুধু মাত্র Content অপশনে নিচে কোডগুলো বসান

<!--BACK TO TOP STARTS-->
<a rel="nofollow" style="display:scroll;position:fixed;bottom:10px;right:5px;" href="#" title="Back to Top"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRRWPlaBV5ukVkvFoZRueXKATzoqvzsWxrMnFoV_14aqLRw1CGOdt9DTdJiiDwpjNNXTnswo27vMjLW8lTqU_BBQqFOPduv4wVndimDSIAd9ktci00tIf2L14YMphxeoltVjrtofAS0Tk/s1600/Back-To-Top.png "/></a><!--alltechpeople.com-->
<!--BACK TO ENDS-->


এর পর সেভ বাটনে ক্লিক করে ব্লগের হোম পেজের নিচে ডানে দেখুন একটি তির চিহ্নিত বাটন যুক্ত হয়েছে।