Navi

কম্পিউটারের ডেট ও টাইম অটো চেঞ্জ হয়ে যায়, এই নিন সমাধান।

আসালামু আলাইকুম, হ্যালো ভিজিটর আশাকরি ভালো আছেন। আমরা যারা Windows এর বিভিন্ন ভার্সন ব্যবহার করি তাদের অনেকের কম্পিউটারে দেখা যায় অটোমেটিক ডেট ও টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, বার বার ডেট ও টাইম ঠিক করার পরে কম্পিউটার অন ও অফ করছি তখন পুনরায় ডেট ও টাইম আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি কেন হচ্ছে.....? এই সমস্যাটির মুল কারণ হলো মাদার বোর্ড এর সিমস্ ব্যাটারি নষ্ট হওয়ার কারণে।

 CMS batary problem solv
CMS batary problem solv

খরগোশের পেটখারাপ হলে যেসব চিকিৎসা করবেন।

খরগোশ অনেক সময় পাতলা পায়খানায় আক্রান্ত হয়। এটি মুলত খরগোশের খাদ্য সরবরাহে ত্রুটি বিচ্যুতির জন্য হয়ে থাকে। এসব সমস্যা থেকে খরগোশকে মুক্ত রাখতে হলে খেয়াল রাখতে হবে কোন কোন খাবার খেলে খরগোশ পাতলা পায়খানায় আক্রান্ত হয়, পরবর্তীতে সেসব খাবার খরগোশকে খেতে দেওয়া যাবে না।

 অনেকে বলেন খরগোশের পাতলা পায়খানা হলে কলা ভর্তা বা থানকুনি শাক খেতে দিন। এটি ভুল চিকিৎসা, খরগোশকে এই পদ্বতিতে চিকিৎসা করালে সুস্থ হতে অনেক সময় লাগবে।তাই খেয়াল রাখতে হবে খরগোশ পাতলা পায়খানায় আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা।

খরগোশের পেটে বাচ্চা বা প্রেগনেন্ট কিনা তা বোঝার উপায় কি।

চিত্র: বামে গর্ভবতী মাদী খরগোশ। 
একটি মাদী খরগোশ এর বয়স ৪ মাসের বেশি হলেই বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা অর্জন করে সাধারনত খরগোশের গর্ভকাল ৩০-৩৩ দিন কিন্ত খরগোশ মেটিং বা মিলন এর ২০-২৫ দিন পরও নতুনরা বুঝতে পারেন না খরগোশের পেটে বাচ্চা আছে কিনা

নিয়ে নিন কিছু গুরুত্বপুর্ন সফটওয়্যার।

এখানে এডোব কম্পানির সফটয়্যার গুলো Activet করার ৬ টি Activetor দেওয়া হয়েছে।
All above cc software activate 

পোর্টেবল সফটয়্যার বিভিন্ন কারনে ব্যবহার করতে হয়, তাই গুরুত্বপুর্ণ কিছু পোর্টেবল সফটয়্যার আপনার সংগ্রহে রাখতে পারেন।
Adobe illustrator pdf

Format factory pdf

Portable Dreamweaver CS5

কুরআন তথা আরবি শেক্ষার চমৎকার এক সফটয়্যার এটি ।আরবি না জানা লোকদের জন্য অনেক গুরুত্ব পুর্ন। চাইলে এটিও আপনার সংগ্রহে রাক্ষতে পারেন।
Al-Quran shikha

Facebook এর সকল শর্টকার্ট কী।


Alt + ০ = ফেসবুক হেল্প সেন্টার। 
Alt + 1 = আপনার হোমপেজে যেতে।
Alt + 2 = আপনার প্রোফাইল ওয়াল।
Alt + 3 = ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে, ফ্রেন্ড রিকোয়েস্ট না থাকলে কাজ করবে না।
Alt + 4  = ফেসবুক মেসেজ চেক করতে। মেসেজ না থাকলে কাজ করবে না।
Alt + 5 = নোটিফিকেশন চেক করতে, নোটিফিকেশন না থাকলে কাজ করবে না।
Alt + 6 = অ্যাকাউন্ট সেটিংস।
Alt + 7 = অ্যাকাউন্ট প্রাইভেসি।

ক্রাক প্যচ বিহিন IDM ব্যবহার করুন।


আসালামু আলাইকুম, আশাকরি ভালো আছেন। এবার মুল প্রসংঙ্গে আসি, ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড এর জন্য সবচেয়ে জনপ্রিয় সফটয়্যার হল Internet Download Manager এটি পেইড সফটয়্যার। ব্যবহার করতে হলে আপনাকে 29.95$ পে করতে হবে। তবে আপনাদের এটার Preactive ভার্সন ফ্রি দিচ্ছি। আমি এই সফটয়্যারটি কোন ঝামেলা ছাড়াই প্রায় ৩ বছর যাবত ব্যবহার করতেছি, মাত্র ২ ক্লিকেই পিসিতে ইন্সটল হয় অর্থাৎ সাইলেন্ট ইন্সটল ভার্সন তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। প্রথমে এখান থেকে এটি ডাউনলোড  করুন।

যেভাবে ব্লগার ব্লগ থেকে কপি পোস্ট বন্ধ করবেন।


নিজের কষ্ট করে লেখা পোস্ট যদি আপনার অনুমতি ছাড়া কোন ওয়েবসাইটে কেউ কপি পোস্ট করে তাহলে খুব খারাপ লাগে। তবে আপনি চাইলে খুব সহজেই আপনার ব্লগের পোস্ট গুলি কপি প্রটেক্ট করতে পারেন। ব্লগার ব্লগের কপি পোস্ট বন্ধ করার জন্য একাধিক কোড ব্যবহার করা হয়। তবে এ কাজটি দুটি উপায়ে করা যায়
১ = javascript কোড ব্যবহার করে।
২ = Edit HTML এর মাধ্যমে।

আমরা avascript কোড ব্যবহার করে এই কাজটি করবো, আশাকরি আমার দেখানো নিয়ম মত কাজ করলে আপনি শতভাগ সফলতা অর্জন করবেন, তাহলে শুরু করা যাক।
প্রথমত ব্লগারে লগিন করে Dashboard থেকে Layout অপশনে যান, মত করে।